ঢাকা: বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক না খেললে দ্বিতীয় টেস্টেও ঘুরে দাঁড়াতে পারবে না সফরকারী পাকিস্তান, এমনটি জানিয়েছেন দেশটির সাবেক ব্যাটিং গ্রেট মোহাম্মদ ইউসুফ। পাকিস্তানের সাবেক এ অধিনায়কের মতে, ঢাকা টেস্টে সফরকারীদের আক্রমণের সেরা অস্ত্র হতে পারে দলটির পেস অ্যাটাক।
পাকিস্তানের জনপ্রিয় দৈনিক ‘ডন’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটি জানান ইউসুফ।
সাক্ষাৎকারে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েসের প্রশংসা করেন সাবেক পাকিস্তানি অধিনায়ক। তিনি বলেন, ড্র হওয়া খুলনা টেস্টটি বাংলাদেশের জন্য একরকম জয়। স্বাগতিকরা (বাংলাদেশ) দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল। চাপের মধ্য থেকেও বাংলাদেশি ব্যাটসম্যানরা অসাধারণ খেলেছে।
৪০ বছর বয়সী ইউসুফ বলেন, বাংলাদেশের উইকেটগুলো কিছুটা ধীরগতির। তবে, পাকিস্তানের রয়েছে বেশ কিছু গতি তারকা। যারা স্বাগতিক ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারবে। আমার মনে হয় নতুন বোলার হিসেবে পেস বোলার ইমরান খানকে খেলানো যেতে পারে। ডানহাতি এ পেস তারকা পুরোনো বলেও বেশ ভালো সুইং করাতে পারে।
খুলনা টেস্টে পাকিস্তানের ব্যর্থতার জন্য দলের স্পিন নির্ভরতাকে দায়ী করেন ইউসুফ। তিনি বলেন, তিনজন স্পিনার নিয়ে খুলনা টেস্টে মাঠে নামা ঠিক হয়নি। কারণ আমাদের দারুণ সব পেস বোলার ছিল। ওয়াকার (পাকিস্তানের কোচ) নিজেও একজন গ্রেট পেস বোলার ছিলেন। তিনি তার পেস বোলারদের আরও উৎসাহ দিতে পারেন।
ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান আর ইমরান খানকে একসাথে খেলানো পাকিস্তানের সঠিক সিদ্ধান্ত হবে বলে মনে করেন মোহাম্মদ ইউসুফ।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ০৫ মে ২০১৫
এমআর