ঢাকা: টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। ২০১৩ সালে গলে শ্রীলংকার বিপক্ষে খেলেছিলেন ২০০ রানের ইনিংস।
খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে তামিম করেন ২০৬ রান। ডাবল সেঞ্চুরির পর সংবাদ সম্মেলনে তামিম বলেছিলেন, ‘আমার রেকর্ড যদি ভাঙে, সেটি মুশফিকই ভাঙবেন। ’
দ্বিতীয় টেস্ট শুরুর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মুশফিককে তামিম ইকবালের উক্তিটি স্মরণ করিয়ে দিতেই তিনি কিছুক্ষণ হাসলেন। এরপর বলেন, ‘সেটা তামিমের ব্যক্তিগত মতামত। তামিম ক্যারিয়ারের খুব ভালো একটা সময় পার করছে। আমার মনে হয় আমি কেন, ওই (তামিম যদি এটা ভাঙতে পারে সেটাও তো ভালো। আমাদের টর্পঅর্ডার যেভাবে ব্যাট করছে এর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে যে কেউই এই রেকর্ড ভাঙতে পারে। দলের জন্য সবার অবদান কতটুকু কাজে লাগছে সেটিই বড় বিষয়। ’
বুধবার (০৬ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল। মিরপুর টেস্টে নিজের ব্যাটিং প্রসঙ্গে মুশফিক বলেন, ‘টিমের জন্য বড় ইনিংস খেলার চেষ্টা থাকবে। ’
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ০৫ মে ২০১৫
এসকে/এমআর