ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনজুরি কাটিয়ে মুম্বাই স্কোয়াডে অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মে ৫, ২০১৫
ইনজুরি কাটিয়ে মুম্বাই স্কোয়াডে অ্যান্ডারসন কোরি অ্যান্ডারসন

ঢাকা: মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নিজের চতুর্থ ম্যাচ খেলার সময় চোট পেয়ে আঙ্গুল ভেঙে যায় কোরি অ্যান্ডারসনের। আইপিএল’র এই মৌসুমে আর মাঠে নামতে পারবেন কিনা তা নিয়েই সংশয় দেখা দেয়।

তবে, সব শঙ্কা দূর করে আবারো মুম্বাইয়ের স্কোয়াডে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের এই তারকা অলরাউন্ডার।

গত ১৭ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলার সময় আঙ্গুলে গুরুতর চোট পান অ্যান্ডারসন। এর পরই নিউজিল্যান্ডে ফিরে গিয়ে চিকিৎসা নেন। রোববার (০৩ মে) রাতে তিনি আবারো ভারতের মাটিতে পা রাখেন। দলে যোগ দিয়ে ঐচ্ছিক অনুশীলনও সেরেছেন। তবে, এই কিউই ক্রিকেটার এখনো মুম্বাইয়ের কোচ ও ম্যানেজম্যান্টের তত্ত্বাবধানে রয়েছেন।

ইনজুরি কাটিয়ে উঠলেও অ্যান্ডারসনের দলে সুযোগ পাওয়াটা অনিশ্চিত। কারণ, মুম্বাইয়ের হয়ে তারই স্বদেশী বোলার মিচেল ম্যাকক্লেনাঘ্যান এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা রয়েছেন দুর্দান্ত ফর্মে। ওপেনিংয়ে ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্স এবং অলরাউন্ডার কাইরন পোলার্ড নিজেদের সেরাটা দিচ্ছেন। এদিকে মঙ্গলবার (০৫ মে) রাতে ঘরের মাঠে ডিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে মুম্বাই।

এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ১১৪ রান সংগ্রহ করেছেন ২৪ বছর বয়সী অ্যান্ডারসন। অবশ্য, অ্যান্ডারসন থাকা অবস্থায় কোনো ম্যাচেই জয় পায়নি মুম্বাই। তবে, নিজেদের পঞ্চম ম্যাচে অ্যান্ডারসনকে ছাড়াই মৌসুমের প্রথম জয় পায় রোহিত শর্মা-পোলার্ডরা। সর্বশেষ তিন ম্যাচেও তারা জয় তুলে নেয়। পয়েন্ট টেবিলে ৯ ম্যাচ শেষে চার জয় ও পাঁচ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে মুম্বাই।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘন্টা, মে ০৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।