ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিধ্বস্ত পিসিবি’র সমালোচনায় ওয়াসিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মে ৫, ২০১৫
বিধ্বস্ত পিসিবি’র সমালোচনায় ওয়াসিম ছবি : সংগৃহীত

ঢাকা: সমস্যায় জর্জরিত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আর বাংলাদেশ সফরে এসে সমালোচনায় জর্জরিত পাকিস্তানি ক্রিকেটাররা। এমন অবস্থায় দেশটির সাবেক কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম পিসিবি’র সমালোচনায় নিজেকে জড়িয়েছেন।



ভারতের সাবেক অধিনায়ক দিলিপ ভেঙ্গসরকারের সঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওয়াসিম বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড কোন পথে চলছে বুঝতে পারছি না। যখন একজন ক্রিকেটার ম্যাচে খারাপ করে, তখনই তাকে দলের বাইরে রাখা হয়। বাংলাদেশ সিরিজে কেন উমর আকমল আর আহমেদ শেহজাদের মতো ক্রিকেটারদের বাইরে রাখা হয়েছে?

এ সময় সুইং অব সুলতান বলেন, শেহজাদ আর আকমলের মতো তরুণ ক্রিকেটারদের সার্বিক দিক বিবেচনা করে পিসিবি আগামী দশ বছরের জন্য অর্থ বরাদ্দ করেছে। কিন্তু তারপরও শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলের বাইরে রেখে বাংলাদেশ সফর করেছে পাকিস্তান।

ওয়াসিম যোগ করেন, কিন্তু কেনো তাদের মতো ক্রিকেটারদের দলের বাইরে রাখা হবে? যে কারো খারাপ সময় আসতেই পারে। সেজন্য দলের বাইরে রাখা কোনো সঠিক সিদ্ধান্ত নয়। এ ব্যাপারে বোর্ডকে এগিয়ে আসতে হবে। ক্রিকেটারদের পারফর্ম ফেরাতে সহায়তা করতে হবে, শৃঙ্খলা শেখাতে হবে। এসব কারণেই পাকিস্তানের মতো দলের উন্নতি হচ্ছে না।

উল্লেখ্য, বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে বাংলাদেশ সফর করে পাকিস্তান। সফরে আহমেদ শেহজাদকে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচে রাখা হলেও ওয়ানডে স্কোয়াডে জায়গা পান নি আচরণগত কারণে বাদ পড়া পাকিস্তানি এ ওপেনার। আর একই কারণে উমর আকমলকে ওয়ানডে, টি-টোয়েন্টি আর টেস্ট ম্যাচেও জায়গা দেয় নি পিসিবি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ০৫ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।