মিরপুর থেকে: বৈশাখের বিদায় লগ্নে দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ। কাঠফাটা রোদে অতিষ্ঠ রাজধানীর জনজীবন।
স্টেডিয়ামের বেশিরভাগ গ্যালারি এখনও ফাঁকা। ২৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে মাত্র হাজার তিনেক দর্শক এসেছেন। দর্শকরা বিভিন্ন গ্যালারিতে বিচ্ছিন্নভাবে থাকায় সেভাবে মাঠে গর্জনও তুলতে পারছেন না। দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র করে বাংলাদেশ। মিরপুর টেস্ট জিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ। আর সেই চাওয়া যদি পূর্ণ হয় সেটি হবে ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের অনন্য এক নজির। পাকিস্তান সিরিজে ক্রিকেটের তিন ফরম্যাটেই শতভাগ সফল হবে বাংলাদেশ দল। আর সে জন্য স্টেডিয়ামে থাকা চাই টাইগারপ্রেমীদের।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ০৬ মে ২০১৫
এসকে/এমআর