ঢাকা: সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে পাকিস্তানের মাত্র তিনটি উইকেটের পতন ঘটাতে পেরেছে বাংলাদেশ বোলাররা। যার মধ্যে দুটি উইকেট দখল করেছেন পেসার মোহাম্মদ শহীদ।
প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলে ঢোকা নতুন এই পেসার। ‘নো’ বল নিয়ে তেমন আক্ষেপ ঝড়লো না শহীদের কন্ঠে, ‘নো বল তো আর ইচ্ছা করে করিনি, হয়ে গেছে। প্রথমবার ‘নো’বল হওয়ার পর সতর্ক ছিলাম আর যেন ওভার স্টেপিং না হয়। তাও হয়ে গেছে। ইনশাল্লাহ, আগামীকাল আর এমন হবে না। ’
মিরপুরের উইকেট নিয়ে শহীদ বলেন, ‘উইকেটটা বোলার সহায়ক। প্রচুর মুভমেন্ট আছে, ঘাস আছে। দ্বিতীয় দিনে স্পিনাররাও সহায়তা পাবে। সকালে যদি আমরা ভালো বল করতে পারি তাহলে দ্রুত পাকিস্তানের উইকেট তুলে নেয়া সম্ভব। ’
মিরপুর টেস্টে মাত্র দুটি বল করার পর ইনজুরিতে পরেন পেসার শাহাদাত হোসেন রাজিব। এই টেস্টে তার মাঠে নামাও অনিশ্চিত। শাহাদাতের অনুপস্থিতি কতটুকু প্রভাব ফেলছে-এমন প্রশ্নে শহীদ বলেন,‘শাহাদাত ভাই থাকলে দলের জন্য খুব ভালো হতো। তাকে মিস করেছি। ’
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এসকে/এমএমএস