ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধৈর্য পরীক্ষা দিয়ে আজহারের দ্বিশতক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, মে ৭, ২০১৫
ধৈর্য পরীক্ষা দিয়ে আজহারের দ্বিশতক ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে ক্যারিয়ারের প্রথম দ্বিশতক তুলে নিলেন পাকিস্তানি ব্যাটসম্যান আজহার আলি। মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শুরুতেই মোহাম্মদ শহীদের বলে সৌম্যর হাতে তালুবন্দি হয়েও নো বলের কল্যাণে জীবন ফিরে পান এই ডানহাতি ব্যাটসম্যান।



এরপর থেকে সতর্কভাবে ধীর গতিতে খেলে প্রথম সেশন পার করেন তিনি। প্রথম দিনে অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানের সঙ্গে ২৫০ রানের জুটি গড়ে তোলেন। ইউনিস খান সেঞ্চুরি হাঁকিয়ে সাজঘরে ফিরে গেলেও, সারাদিন মাটি কামড়ে পড়ে থেকে সপ্তম সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকেন আজহার।

দ্বিতীয় দিনের প্রথম সেশনটাও রক্ষণাত্মকভঙ্গিতে খেলে পৌঁছে যান দেড়শ’ রানে। এরপর সেখানেই থেমে না থেকে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্বিতীয় সেশনে তুলে নেন কাঙ্ক্ষিত দ্বিশতক। তার দ্বিশতকে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে ‍যাচ্ছে পাকিস্তান।

দ্বিশতক হাঁকাতে আজহার আলি মোকাবেলা করেছেন ৪০৬টি বল। তার ইনিংসে ১৯টি চারের মার থাকলেও নেই কোনো ছক্কা।

৪১টি টেস্ট ম্যাচে আজহার আলি ৪৪.৭৪ ব্যাটিং গড়ে ৩১৩৫ রান সংগ্রহ করেছেন। ৭টি শতক ও ১৯টি অর্ধশতক রয়েছে তার ঝুলিতে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।