ঢাকা: অবশেষে অফস্পিন বোলিংয়ে নিষেধাজ্ঞা মুক্ত হলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা বোলার সুনীল নারাইন। তবে, ওয়েস্ট ইন্ডিজের এই রহস্যময় স্পিনারকে চূড়ান্তভাবে সতর্ক করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বোলিং অ্যাকশন কমিটি।
গত ২৯ এপ্রিল অফস্পিন বোলিংয়ের পরীক্ষা দেন ২৬ বছর বয়সী নারাইন। তার বোলিং অ্যাকশন বৈধ বলে বিবেচিত হওয়ায় বুধবার (০৬ মে) তাকে বল হাতে আবারও পুরোপুরি মুক্ত করে দেওয়া হয়। তবে, এক প্রেস রিলিজের মাধ্যমে বিসিসিআই জানায়, নারাইনের বোলিং অ্যাকশন আবারও প্রশ্নবিদ্ধ হলে এ মৌসুমে তাকে আর সুযোগ দেওয়া হবে না।
গত বছর ভারতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলাকালীন সময়ে নারাইনের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। তখনই প্রথমবারের মতো এই স্পিনারকে বোলিংয়ে নিষেধাজ্ঞা দেয় বিসিসিআই।
এবারের আইপিএল’র আসরেও নারাইনকে ঘিরে কম নাটক হয়নি। চেন্নাইয়ে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েই বিসিসিআই’র ছাড়পত্র পেয়ে কলকাতার হয়ে মাঠে নামেন। কিন্তু, ক’দিন যেতে না যেতেই ২৮ এপ্রিল তার অফস্পিন বোলিংয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘন্টা, মে ০৭, ২০১৫
আরএম