ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ বিকেলে দর্শকদের উল্লাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মে ৮, ২০১৫
শেষ বিকেলে দর্শকদের উল্লাস ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: মিরপুরে চলছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় আজ (০৮ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি গত দুই দিনের তুলনায় অনেকটাই বেশি।



টাইগারভক্তদের উপস্থিতি বাড়লেও সকাল থেকে গ্যালারীতে শান্ত হয়ে খেলা উপভোগ করছিলেন তারা। তবে শেষ বিকেলে বাংলাদেশ দলের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু হতেই গর্জে ওঠেন মিরপুর স্টেডিয়ামের দর্শকরা। হঠাৎ করেই যেন প্রাণ ফিরে পেল ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

৫৫০ রান তাড়া করতে নামা তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ব্যাটিং উপভোগ করেন তারা। বাউন্ডারী কিংবা সিঙ্গেল’স প্রতিটি রানকেই স্বাগত জানাচ্ছেন দর্শকরা।

মিরপুর টেস্টের তৃতীয় দিনের সকালেই শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। তাইতো নিরাশ টাইগার-দর্শকরা চুপচাপ থেকেই খেলা দেখে গেছেন। তবে সাকিব আল হাসানের আক্রমনাত্নক ব্যাটিংও কিছুটা উপভোগ করেন টাইগার-সমর্থকরা।
 
এর পর বাংলাদেশকে ফলো-অনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে পাকিস্তান দল। পাকিস্তানের উইকেট পতনগুলো দর্শকরা উপভোগ করলেও তামিম-ইমরুল ব্যাটিংয়ে নামার পর দর্শকের উচ্ছ্বাস সেটিকেও ছাড়িয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘন্টা, মে ০৮, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।