ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের সিদ্ধান্তকে সমর্থন করলেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মে ৮, ২০১৫
মুশফিকের সিদ্ধান্তকে সমর্থন করলেন সাকিব ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে অনেকটাই ব্যাকফুটে বাংলাদেশ।   জয় পেতে হলে বাংলাদেশকে দু’দিন ব্যাটিং করতে হবে।

আর জিততে হলে করতে হবে আরো ৪৮৭ রান। হাতে আছে ৯ উইকেট। এমন এক কঠিন সমীকরণের ম্যাচে সরলভাবেই বোঝা যাচ্ছে, কী ফলাফল অপেক্ষা করছে বাংলাদেশ দলের জন্য।

অনেকেই এমন পরিস্থিতির জন্য টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে দুষছেন। তবে বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান অধিনায়ক মুশফিকুর রহিমের সিদ্ধান্তকে সমর্থন করছেন।

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমরা ভাগ্যবান যে, টসটা জিতেছি এবং ব্যাট করি নি। ডিফিকাল্ট উইকেট ছিল। বলা যায় না, কী হতো। তারপরও আমার মনে হয় আমরা আরো চার-পাঁচ উইকেট ডাউন থাকতাম এবং গতকালই ম্যাচটা শেষ হয়ে যেত। ’

টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালে তারা পাঁচ সেশন ব্যাট করে ৫৫৭ রানের বিশাল স্কোর দাঁড় করায়। জবাবে প্রথম ইনিংসে মাত্র ২০৩ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

এমন পরিস্থিতির কারণ হিসেবে বোলারদের ব্যর্থতার পাশাপাশি দুর্ভাগ্যকেও দায়ী করেন সাকিব। তিনি বলেন, ‘শাহাদাতের ইনজুরিটা খুব দুর্ভাগ্যজনক। টেস্ট ক্রিকেটে সাধারণত এমন হয়না। তাছাড়া ‘নো’ বলের কারণে আউটগুলো আমরা পাইনি। ’

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ০৮ ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।