ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়টা গুরুত্বপূর্ন ছিল: মিসবাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মে ৯, ২০১৫
জয়টা গুরুত্বপূর্ন ছিল: মিসবাহ ছবি: শোয়েব মিথুুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হারের দু:খ ভুলে গেছে পাকিস্তান দল। কারন, শেষটা তাদের ভালো হয়েছে।

খুলনা টেস্ট জিততে না পারার আক্ষেপ মনকষ্ট তৈরি করেছিল মিসবাহ’র। একদিন আগেই মিরপুর টেস্ট জিতে নিয়ে সেই কষ্টকে বিদায় জানিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তাইতো শনিবার সংবাদ সম্মেলনে বেশ হাসি-খুশি দেখা গেল পাক টেস্ট অধিনায়ককে।  

ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে টানা হারে দেশ ও দেশের বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল পাকিস্তান ক্রিকেট দল।   সেই সঙ্গে টেস্ট র‌্যাংকিংয়েও পতনের হুমকিতে পড়েছিল সফরকারীরা। সেই অবস্থায় পাকিস্তানের জন্য একটি জয় খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল।

মিরপুরে ম্যাচ জয়ের পর মিসবাহ বললেন, ‘এই জয়টা আমাদের জন্য খুব দরকার ছিল। আমরা নিজেদের প্রমাণ করতে পেরেছি। টস হারের পর প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ ছিল। শুরুতে উইকেট হারানোর পর ইউনিস খান ও আজহার আলি সেটা খুব ভালোভাবেই সামলে নিয়েছে। যা জয়ের ভিত গড়ে দিয়েছে। ’

বড় ব্যবধানে হারলেও বাংরাদেশের প্রশংসা করনে মিসবাহ। তিনি বলেন, ‘বাংলাদেশ যেভাবে খেলেছে তার জন্য সবার উচিত তাদেরকে ধন্যবাদ জানানো। তারা খুলনায় দারুণভাবে ফিরে এসে প্রথম টেস্ট ম্যাচটি ড্র করেছিল। আমি বলব তাদের জন্য এটা কোনো অংশেই জয়ের থেকে কম কিছু নয়। ’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে পাকিস্তানে আবার ক্রিকেট ফিরছে। পাকিস্তানে আবার ক্রিকেট ফেরা প্রসঙ্গে মিসবাহ বলেন, ‘টি-টোয়োন্টি ও ওয়ানডে সিরিজে আমি পাকিস্তান দলের অংশ নই। তবে আশা করছি সেই সিরিজে পাকিস্তান ভালো কিছু করবে। এটা সত্যিই খুব আনন্দের যে আবার পাকিস্তানে ক্রিকেট ফিরছে। ’

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।