ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শ্বাসরুদ্ধকর ম্যাচে কিংস ইলিভেন পাঞ্জাবকে এক উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো কোলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাবের দেয়া ১৮৪ রানের জবাবে এ বল হাতে রেখে জয় নিশ্চিত করে গম্ভির বাহিনী।
ইডেন গার্ডেনের এ ম্যাচে জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও রানের গতি ঠিক রাখে কোলকাতা। তবে মাঝে অলরাউন্ডার আন্দ্রে রাসেলের ঝড়ো ৫১ রানের কল্যাণে জয় নিশ্চিত করে দলটি।
ক্যারিবীয়ান এ তারকা মাত্র ২১ বলে পাঁচ চার ও চারটি বিশাল ছক্কায় তার ইনিংসটি সাজান। তবে প্যাটেলের বলে তিনিও আউট হলে স্বাগতিকদের হারের শঙ্কা জাগে। কিন্তু শেষ দিকে পিযুজ চাওয়ালার ১১ বলে ১৮ রানের সুবাদে নয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় দলটি।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৮৩ রান করে পাঞ্জাব। দলের হয়ে সর্বোচ্চ ২২ বলে চারটি চার ও তিন ছয়ে ৪৩ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। কোলকাতার হয়ে স্পিনার সুনিল নারিন একাই নেন চারটি উইকেট।
ম্যাচ সেরা হন আন্দ্রে রাসেল।
নিজেদের ১২ খেলায় সাত জয় ও চার হারে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো কোলকাতা। আর ১১ খেলায় সমান জয় ও হার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চেন্নাই সুপার কিংস। তবে আজকের ম্যাচে হার সহ নিজেদের ১১ খেলায় দুই জয়ের বিপরীতে নয় হারে টেবিলের তলানিতে আছে পাঞ্জাব।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এমএমএস