ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোলকাতা ইমিগ্রেশনে আটক পিসিবি চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, মে ১০, ২০১৫
কোলকাতা ইমিগ্রেশনে আটক পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান

ঢাকা: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্টের খেলা শেষে শুক্রবার বিকেলে কোলকাতার বিমানে চড়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান শাহরিয়ার খান। বিমানবন্দরে নামতেই তাকে আটক করে কোলকাতা বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তারা।

যদিও পরে তাকে বিশেষ ব্যক্তি হিসেবে শহরে ঢোকার ছাড়পত্র দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্ত দিয়ে ইমিগ্রেশনের এক কর্মকর্তা ভারতীয় নিউজ পোর্টাল ‘হিন্দুস্তান টাইমস’কে জানিয়েছেন, ‘পাকিস্তান নাগরিকদের দিল্লি, অমৃতসার এবং মুম্বাই ছাড়া অন্য কোনো এয়ারপোর্টে প্রবেশ করতে হলে পূর্বেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হয়। কিন্তু শাহরিয়ার খান সেটি নেননি। ’

ভারত-পাকিস্তানের মধ্যে আগামী ডিসেম্বরে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের লক্ষ্য নিয়ে শাহরিয়ার বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে বৈঠক করতে বাংলাদেশ থেকে সরাসরি ভারতে গিয়েছেন। বিসিসিআই-পিসিবি সিরিজের বিষয়ে রাজি থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত সরকার।

২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর দেশটির সরকার পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের উপর নিষেধাজ্ঞা জারি করে। দুই দেশের সম্পর্ক ভালো করতেই পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের ভারত যাত্রা।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মে ১০, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।