ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজস্থানকে হারিয়ে শীর্ষে চেন্নাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মে ১১, ২০১৫
রাজস্থানকে হারিয়ে শীর্ষে চেন্নাই ছবি : সংগৃহীত

ঢাকা: ‍আইপিএল’র ৪৭তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১২ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে চেন্নাই সুপার কিংস। সেই সঙ্গে মহেন্দ্র সিং ধোনির দলের প্লে-অফে খেলাটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।

এখনো তাদের দুই ম্যাচ বাকি। অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচে কোলকাতা নাইট রাইডার্সকে হারাতে পারলে প্লে-অফে উত্তীর্ন হবে রাজস্থান।

এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে রাজস্থানকে ১৫৮ রানের লক্ষ্য বেধে দেয় চেন্নাই। কিন্তু, নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৪৫ রান করতে সমর্থ হয় রাহানে-স্মিথরা। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান শেন ওয়াটসন। আরেক ওপেনার অজিঙ্কা রাহানে ২৩ ও মিডল অর্ডারে নামা সাঞ্জু স্যামসনের ব্যাট থেকে আসে ২৬ রান।

চেন্নাইয়ের হয়ে রবীন্দ্র জাদেজা চারটি ও পেসার আশিষ নেহরা তিনটি উইকেট দখল করেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ব্রেন্ডন ম্যাককালামের ৮১ (৬১ বল) রানের ইনিংসে ভর করে পাঁচ উইকেটে ১৫৭ রান তোলে চেন্নাই। ফাফ ডু প্লেসিস ব্যক্তিগত ২৯ রানে রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন। ধোনি ১৩ ও ডোয়াইন ব্রাভো ১৫ রানে অপরাজিত থাকেন।

রাজস্থানের হয়ে দক্ষিণ আফ্রিকান পেস বোলার ক্রিস মরিস তিনটি উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘন্টা, মে ১১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।