ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চেন্নাইকে সহজেই হারাল দিল্লি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, মে ১৩, ২০১৫
চেন্নাইকে সহজেই হারাল দিল্লি

ঢাকা: আইপিএল’র পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ছয় উইকেটের দাপুটে জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। তরুণ ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আয়ারের অপরাজিত ৭০ রানের ইনিংসে ভর করে ২০ বল হাতে রেখেই তারা জয় নিশ্চিত করে।



টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দিল্লিকে মাত্র ১২০ রানের টার্গেট দেয় চেন্নাই।

সহজ জয়ের লক্ষ্যটা সহজেই টপকে যায় ডুমিনি-যুবরাজরা। মাত্র তিন রান করে ওপেনার কুইন্টন ডি কক আউট হলেও ‍অপর প্রান্তে হার না মা‍না ৭০ রানের (৪৯ বল) অসাধারণ ইনিংস খেলেন আয়ার। যুবরাজ সিংহের ব্যাট থেকে আসে ৩২ রান।

চেন্নাইয়ের হয়ে ঈশ্বর পান্ডে ও পাওয়ান নেগি দু’টি করে উইকেট লাভ করেন।

এর আগে জহির খান-আলবি মরকেলদের বোলিং নৈপুণ্যে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে মাত্র ১১৯ রান করতে সমর্থ হয় ধোনি-ম্যাককালামরা। সর্বোচ্চ ২৯ রান করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি করেন ২৭ রান।

দিল্লির হয়ে জহির খান ও মরকেল দু’টি করে উইকেট দখল করেন। এছাড়াও গুরিন্দার সান্দু ও জয়ন্ত যাদব একটি করে উইকেট নেন।

উল্লেখ্য, এই হারের ফলে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও চেন্নাইয়ের প্লে-অফ খেলাটা এখনো নিশ্চিত নয়। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি না জিতলে নেট রান রেট হিসেবে তাদের বাদ পড়ার সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘন্টা, মে ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।