ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অবশেষে জয়ের দেখা পেল কিংস ইলিভেন পাঞ্জাব। টানা সাত ম্যাচ হারের পর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২২ রানে জয় পায় বেইলি বাহিনী।
মহালির পাঞ্জাব ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে খেলা প্রায় এক ঘন্টা পরে শুরু হয়। পরে আম্পায়াররা ম্যাচটি ১০ ওভারে পরিচালনার সিদ্ধান্ত নেন।
১০৭ রানের জয়ের লক্ষে খেলতে নেমে টপঅর্ডার ব্যাটসম্যানরা রানের গতি ঠিক রাখলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান আসে মানদিপ সিংয়ের ব্যাট থেকে। পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট পান আনুরাত সিং ও আকসার প্যাটেল।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১০৬ রান করে পাঞ্জাব। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান আসে ৠদ্ধিমান শাহ’র ব্যাট থেকে আর ২০ রান করেন প্যাটেল।
এ জয়ের ফলে নিজেদের ১৩ ম্যাচে তিন জয় ও ১০ হারে পয়েন্ট টেবিলের সবার নিচে আছে পাঞ্জাব। আর ১২ ম্যাচে ছয় জয় ও পাঁচ হারে টেবিলের পাঁচে আছে ব্যাঙ্গালুরু।
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এমএমএস