ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়াসিম, কুম্বলে, জন্টি রোডসদের সঙ্গে জুনিয়র শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মে ১৪, ২০১৫
ওয়াসিম, কুম্বলে, জন্টি রোডসদের সঙ্গে জুনিয়র শচীন

ঢাকা: পাকিস্তানের বোলিং কিংবদন্তি ওয়াসিম আকরাম বোলিংয়ে দীক্ষা দিয়েছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়াসিম অর্জুনকে বোলিংয়ে কি করে আরও ভালো করা যায় তার পথ বাতলে দিয়েছেন।



শুধু বোলিংয়ে ভালো করার পথই না, নিজের ফিটনেস কি করে ভালো রাখা যায় তারও কিছু টিপস দিয়েছেন আকরাম। এ সময় শচীন পাশে দাঁড়িয়ে ছিলেন। সঙ্গে আরও ছিলেন দ. আফ্রিকার সাবেক তারকা জন্টি রোডস, ভারতের স্পিন কিংবদন্তি অনিল কুম্বলে।

৪৮ বছর বয়সী আকরাম অর্জুন প্রসঙ্গে বলেন, গত মৌসুমে একটি প্রদর্শনী ম্যাচে ইংল্যান্ডে অর্জুনের একটি খেলা দেখেছি। সে বোলিং করছিল আর আমি মিডঅনে দাঁড়িয়ে ছিলাম। যতদূর মনে পড়ে সে ব্রায়ান লারাকে আউট করেছিল।

আকরাম শচীন পুত্র প্রসঙ্গে আরও যোগ করেন, তার বয়সী সবেমাত্র ১৫, তবে তার শেখার প্রবল আগ্রহ রয়েছে। সে বাঁহাতি মিডিয়াম পেসার। আমি তার বোলিং অ্যাকশন নিয়ে কথা বলেছি, তার সুইং নিয়ে কথা বলেছি। তাকে এটাও বলেছি কি করে ফিটনেস ভালো ধরে রাখা যায়, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ।

শচীন পুত্র ওয়াসিমের কাছে শুধু বোলিং দীক্ষাই পাননি, বিশ্বখ্যাত ফিল্ডার জন্টি রোডস এবং ভারতের সাবেক পেস তারকা সুব্রত ব্যানার্জির কাছ থেকে পেয়েছে ফিল্ডিংয়ের দিক নির্দেশনা। এছাড়া ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের অধীনে বোলিংও করেছে শচীন জুনিয়র।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ১৪ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।