ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

খেলার থেকেও বেশি কিছু পাক-ভারত ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মে ১৪, ২০১৫
খেলার থেকেও বেশি কিছু পাক-ভারত ম্যাচ

ঢাকা: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনায় ঠাসা এক একটি ম্যাচ। রেকর্ডের পর রেকর্ড নিয়ে ভাবতে হয় ক্রিকেটার আর ক্রিকেট বিশ্বকে।

ভারত-পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে ক্রিকেট বিশ্ব অনুভব করে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের যুদ্ধ যুদ্ধ ভাব।

দুই দেশের হাই ভোল্টেজ এ সিরিজটি আবারো হতে চলেছে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে শুরু হতে পারে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজটি।

তিন বছর পর ডিসেম্বরে হতে পারে পাকিস্তান-ভারত টেস্ট সিরিজ। এখন থেকেই সে সিরিজের প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এ সিরিজটি প্রসঙ্গে ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় বলেছেন, ম্যাচের থেকেও বেশি কিছু রয়েছে আসন্ন সিরিজে।

দ্রাবিড় বলেন, আপনি এ সিরিজে অনেক কিছু খুঁজে পাবেন। নিরাপত্তার বিষয়টি আসবে আপনার সামনে। আসন্ন সিরিজে দুই দেশের রাজনীতির পরিস্থিতিকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। এছাড়া থাকছে দুই ক্রিকেট বোর্ডের উত্তেজনা।

ভারত ও পাকিস্তানের মধ্যে শেষবার ২০১২ সালে দ্বিপাক্ষীয় সিরিজ হয়েছিল। দু’দেশের প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২০১৫ থেকে আগামী পাঁচ বছর ভারত ও পাকিস্তানের মধ্যে ৮টি সিরিজ করার পরিকল্পনা রয়েছে। ১৪টি টেস্ট, ৩০টি ওয়ানডে আর ১২টি টি-২০ ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে এ পাঁচ বছরে।

উল্লেখ্য, সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আর কোন বিদেশি দল খেলতে যায় নি। তবে, এবারে নিরাপত্তার বিষয়ে সচেতন থেকে জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ১৪ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।