ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটে জুনিয়র হলেও ভয়ঙ্কর টাইগাররা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ২৪, ২০১৫
ক্রিকেটে জুনিয়র হলেও ভয়ঙ্কর টাইগাররা (ভিডিও) ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিশ্ব ক্রিকেটের সমীহ জাগানিয়া নাম এখন ‘বাংলাদেশ’। গত বিশ্বকাপের আসর থেকে যেন অন্য এক বাংলাদেশকে দেখছে পুরো বিশ্ব ক্রিকেট।

তেমনি বাংলাদেশ-ভারত সিরিজের সম্প্রচার স্বত্ত্ব পাওয়া স্টার স্পোর্টস টাইগারদের ভয়ঙ্কর মেনেই তাদের নতুন বিজ্ঞাপন ছেড়েছে।

আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে নতুন আরেকটি বিজ্ঞাপণ মুক্তি দিয়েছে স্টার স্পোর্টস। যেখানে বোঝানো হয়েছে বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। ‘বাচ্চা আর বাচ্চা নেই’ এরকম ক্যাপশনও দিয়েছে তারা।

বিজ্ঞাপন চিত্রটিতে দেখানো হয়েছে, ক্রিকেট খেলার জুনিয়র বলে সিনিয়ররা ছোটদের পাত্তা দেয়না। কিন্তু জুনিয়ররাই সিনিয়রদের অবাক করে দিয়ে ম্যাচ বের করে নিচ্ছে। ভিডিওটিতে আরও দেখানো হয়, ক্রিকেটের সব নিয়ম মেনেই খেলতে চায় জুনিয়র ক্রিকেটার। সিনিয়রদের কোনো রকম হাসি-তামাশার পাত্র হতে চায় না পাড়ার জুনিয়র ক্রিকেটারটি।

বিশ্বকাপের আসরে বাংলাদেশের ক্রিকেটাররা কোয়ার্টার ফাইনালে খেলে। সে ম্যাচে জিততে পারলে দেশের হয়ে ইতিহাস গড়ে সেমিফাইনালের মঞ্চে উঠতে পারতো টাইগার বাহিনী। তবে, ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়ারদের বাজে রেফারিং আর ক্রিকেটের বিতর্কিত কর্তাব্যক্তিদের সহয়তায় সে ম্যাচে ভারত জয় পায়।

নিজেদের মাটিতে সেই ভারতকেই এবার পাচ্ছে টাইগাররা। একটি টেস্ট আর তিনটি ওয়ানডেতে ক্রিকেটের সব নিয়ম মেনেই সফরকারীদের হারিয়ে জয় চায় তামিম-মুশফিক-মাশরাফি-সাকিবরা।

ভিডিওটি:




বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৪ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।