ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চেন্নাইয়ের টার্গেট ২০৩ রান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, মে ২৪, ২০১৫
চেন্নাইয়ের টার্গেট ২০৩ রান সংগৃহীত

ঢাকা: তৃতীয়বার শিরোপা জিততে হলে চেন্নাই সুপার কিংসকে করতে হবে ২০৩ রান। রোহিত শর্মা, কাইরন পোলার্ড, আম্বাতি রাইডু আর লেন্ডল সিমন্সের ব্যাটে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেট হারিয়ে ২০২ রান তুলেছে।



ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরের ফাইনালে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। হাইভোল্টেজ এ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই দলপতি মহেন্দ্র সিং ধোনি।

টস হেরে ব্যাটিং উদ্বোধন করতে আসেন মুম্বাইয়ের দুই ওপেনার লেন্ডল সিমন্স এবং পার্থিব প্যাটেল। আর বল হাতে চেন্নাইয়ের হয়ে সূচনা করতে আসেন আশিস নেহারা। প্রথম ওভারের পঞ্চম বলে ফাফ ডু প্লেসিসের অসাধারণ থ্রোতে রান আউট হয়ে ফেরেন প্যাটেল। প্রথম ওভার থেকে আসে মাত্র এক রান।

দলীয় ১২০ রানের মাথায় সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ব্রাভোর স্লোয়ার বলে রবীন্দ্র জাদেজার তালুবন্দি হওয়ার আগে রোহিত করেন ৫০ রান। তার ২৬ বলের ইনিংসে ছিল ৬টি চার আর দুটি ছক্কা। রোহিত আর সিমন্স মিলে ১১৯ রানের জুটি গড়েন।

ডোয়াইন স্মিথের করা পরের ওভারের প্রথম বলে বোল্ড হয়ে ফেরেন সিমন্স। বিদায় নেওয়ার আগে ৪৫ বলে ৬৮ রানের একটি দারুণ ইনিংস খেলেন ক্যারিবীয় এ তারকা ব্যাটসম্যান। তার ইনিংসে ছিল ৮টি চারের পাশাপাশি তিনটি ছয়।

রোহিত শর্মা এবং সিমন্স দু’জনই অর্ধশতক হাঁকিয়ে বিদায় নেন। প্রথম দিকে ধীর গতিতে শুরু করলেও শেষ দিকে জ্বলে উঠেন পোলার্ড। ১৯তম ওভারে মোহিত শর্মার বলে রায়নার হাতে ধরা পড়ার আগে ১৮ বলে দুটি চারের পাশাপাশি ৩টি ছক্কা হাঁকিয়ে এ ক্যারিবীয়ান করেন ৩৬ রান। আশিস নেহারার করা ১৭তম ওভারে কাইরন পোলার্ড তিনটি ছয়ের সঙ্গে একটি চার হাঁকান। সে ওভারে ২৩ রান আসে মুম্বাইয়ের।

আম্বাতি রাইডু ২৪ বলে তিনটি ছয়ে করেন অপরাজিত ৩৬ রান।

এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারে মোহিত শর্মার বলে দুইবার বাউন্ডারি আর একবার ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৬ রান তুলে নেন মুম্বাই দলপতি রোহিত শর্মা। পরের ওভারে নেহারার বলে আরও দু’বার বাউন্ডারি হাঁকান রোহিত। ফলে প্রথম তিন ওভারেই ২৮ রান উঠে আসে মুম্বাইয়ের। ছয় ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৬১ রান। ৮ ওভার শেষে আর কোনো উইকেট না হারিয়ে ৭৮ রান তোলে মুম্বাই। পরের ওভারে তা বেড়ে দাঁড়ায় ৮৮। ১০ ওভার শেষে মুম্বাইয়ের স্কোর দাঁড়ায় ৯৮ রান। ১৫ ওভারে তিন উইকেট হারিয়ে মুম্বাই তোলে ১৪৬ রান।

এর আগে নিজেদের ঘরে দু’বার ট্রফি নিয়েছে চেন্নাই। আর একবার ট্রফি জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তৃতীয়বারের মতো ট্রফি জিততে মরিয়া ধোনি বাহীনি। গ্রুপ পর্বে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে তারা। তবে, মুম্বাইয়ের কাছে হেরে সরাসরি ফাইনালে উঠা হয় নি চেন্নাইয়ের। পরের ম্যাচে তারকা সমৃদ্ধ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে আবারো মুম্বাইয়ের সঙ্গী হয় তারা।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ২৪ মে ২০১৫
এমআর

** রোহিত-সিমন্স আউট, উইকেটে পোলার্ড
** রোহিত-সিমন্সের ঝোড়ো ব্যাটিং
** রোহিতের ব্যাটে এগুচ্ছে মুম্বাই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।