ঢাকা: লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে ইংল্যান্ড। অ্যালিস্টার কুক ও বেন স্টোকসের সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় ইনিংসে ২৯৫ রানের লিড নিয়েছে ইংলিশরা।
স্কোর: ইংল্যান্ড – ৩৮৯, ৪২৯/৬
নিউজিল্যান্ড – ৫২৩
তৃতীয় দিনের দুই উইকেটে ৭৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামে দুই ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক ও ইয়ান বেল। কিন্তু, দিনের প্রথম ওভারের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন বেল (২৯)। পরে জো রুটের সঙ্গে ১৫৮ রানের পার্টনারশিপ গড়ে চাপ সামাল দেন অধিনায়ক কুক।
কুক ২০৬ বল মোকাবেলায় ১২টি চারের সাহায্যে টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি পূরন করেন। দলীয় ২৩২ রানের মাথায় ব্যক্তিগত ৮৪ রানে রুট আউট হলেও পঞ্চম উইকেটে স্টোকসের সঙ্গে আরো ১৩২ রান যোগ করেন কুক। ৮৫ বলে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন স্টোকস। এই গ্রাউন্ডে এটিই দ্রুততম সেঞ্চুরি। পরে ব্যক্তিগত ১০১ রানে মার্ক ক্রেইগের বলে রস টেইলরের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরেন।
ব্যক্তিগত ১৫৩ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন শেষ করেন কুক। সঙ্গী হিসেবে অপর প্রান্তে রয়েছেন মঈন আলী (১৯*)
কিউইদের হয়ে টিম সাউদি ও ম্যাট হ্যানরি দু’টি করে উইকেট লাভ করেন।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘন্টা, মে ২৫, ২০১৫
আরএম