ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে দলেও সামি-মালিকের প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মে ২৫, ২০১৫
ওয়ানডে দলেও সামি-মালিকের প্রত্যাবর্তন

ঢাকা: টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও পাকিস্তান দলে ফিরেছেন মোহাম্মদ সামি ও শোয়েব মালিক। অন্যদিকে, সাঈদ আজমলকে ওয়ানডে স্কোয়াডেও রাখা হয়নি।

ইতোমধ্যেই জিম্বাবুয়ের বিপক্ষে দু্ই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে হাফিজ-আফ্রিদিরা।

পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০১৩ সালের জুনে ওয়ানডে ম্যাচ খেলেন মালিক। গত দুই বছর প্রথম শ্রেনীর ক্রিকেটে ভালো খেলে নির্বাচকদের নজর কাড়েন। আর পেস বোলার সামি প্রায় তিন বছর আগে একদিনের ম্যাচ খেলেন। ঘরোয়া ক্রিকেটে সর্বশেষ ১২ ম্যাচে ৫.১০ ইকোনমি রেটে ১৯ উইকেট নেওয়ার সুবাদে তার ওয়ানডে ক্রিকেটে ফেরার পথটা সুগম হয়।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হওয়া ইমাদ ওয়াসিমকে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে। স্পেশাল স্পিন বোলার হিসেবে ইয়াসির শাহ ১৬ সদস্যের দলে সুযোগ পেয়েছেন।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে থাকলেও উমর গুল, রাহাত ‍আলী ও জুলফিকার বাবর তাদের জায়গা হারিয়েছেন। এছাড়াও ওপেনার সামি আসলামসহ দুই মিডল অর্ডার ব্যাটসম্যান সাদ নাসিম ও ফাওয়াদ আলমকে বাদ দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরলেও ওমর আকমলকে ওয়ানডে দলের জন্য বিবেচনা করা হয়নি।

ওয়ানডে স্কোয়াড: আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ‍আহমেদ শেহজাদ, আসাদ শফিক, হারিস সোহেল, শোয়েব মালিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), আনোয়ার আলী, হাম্মাদ আজম, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সামি ও জুনায়েদ খান।

উল্লেখ্য, ২৬ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দু’দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। একই মাঠে ২৯ ও ৩১ মে সিরিজের বাকি দুই ম্যাচ খেলে দেশে ফিরবে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১২২০ ঘন্টা, মে ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।