ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ.আফ্রিকা সিরিজে ভারতের ভেন্যু চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মে ২৫, ২০১৫
দ.আফ্রিকা সিরিজে ভারতের ভেন্যু চূড়ান্ত ছবি: সংগৃহীত

ঢাকা: এ বছরের অক্টোবর-নভেম্বরে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যেই প্রতিটি ম্যাচের ভেন্যু চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তবে, ম্যাচের সিডিউল এখনো নির্ধারিত হয়নি।

এই সিরিজে চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রোটিয়াদের পর আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত সফরে যাবে শ্রীলঙ্কা। মার্চ মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লঙ্কানরা।

রোববার (২৪ মে) বিসিসিআই’র ট্যুর প্রোগ্রাম এন্ড ফিক্সার্স কমিটি দক্ষিণ আফ্রিকা সিরিজের ভেন্যুগুলোর নাম ঘোষণা করে। চারটি টেস্ট ম্যাচ হবে যথাক্রমে ‍আহমেদাবাদ, দিল্লি, নাগপুর ও বেঙ্গালুরুতে।

চেন্নাই, কানপুর, ইন্ডোর/গাওয়ালিয়র, রাজকোট ও মুম্বাইতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে কলকাতা, মোহালি ও ধর্মশালায়।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভেন্যুগুলোও চূড়ান্ত হয়েছে। অন্ধ্র প্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম, পুনে ও দিল্লিতে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘন্টা, মে ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।