ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোকেন সেবনে পাক ক্রিকেটার নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মে ২৬, ২০১৫
কোকেন সেবনে পাক ক্রিকেটার নিষিদ্ধ ছবি : সংগৃহীত

ঢাকা: মাদক সেবনের দায়ে পাকিস্তানের বাঁহাতি স্পিনার রাজা হাসানকে সব ধরণের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তরুণ এই ক্রিকেটারের ক্যারিয়ারই এখন হুমকির মুখে।



এ বছর করাচিতে অনুষ্ঠিত পেন্টাঙ্গুলার কাপ টুর্নামেন্ট চলাকালীন রাজার ডোপ টেস্ট করার জন্য নমুণা সংগ্রহ করা হয়। পরে ভারতে অবস্থিত ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি স্বীকৃত ল্যাবরেটরিতে তা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর ভিত্তিতেই ২২ বছর বয়সী এই ক্রিকেটারের কোকেন সেবনের প্রমাণ মেলে। অর্থাৎ, ডোপ টেস্টে পজিটিভ হিসেবে বিবেচিত হয়।

দুই বছরের নিষেধাজ্ঞার কারণে রাজা কোনো ধরণের ক্রিকেটীয় কর্মকান্ডে যোগ নিতে পারবেন না। শুধুমাত্র পিসিবির উদ্যোগে অ্যান্টি ডোপিং কর্মসূচি বা পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, ২০১২ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে পাকিস্তান দলে রাজার অভিষেক ঘটে। অভিষেক ম্যাচেই চার ওভারে ১৫ রানের বিনিময়ে দু’টি উইকেট লাভ করেন। সাত উইকেটের জয় পায় হাফিজ-আজমলরা। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে সমান ১০টি উইকেট লাভ করেন রাজা। এই বাঁহাতি স্পিনার অজিদের বিপক্ষেই ২০১৪ সালের অক্টোবরে ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে ম্যাচ খেলেন।

বাংলাদেশস সময়: ১৩২৫ ঘন্টা, মে ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।