ঢাকা: দীর্ঘ পাঁচ বছর পর ভারতের বিপক্ষে সাদা পোশাকে টেস্ট খেলতে নামতে যাচ্ছে বাংলাদেশ। আগামি ১০ জুন ফতু্ল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গড়াবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি।
বাংলাদেশের টেস্ট দল ঘোষণার পর প্রধাণ নির্বাচক ফারুক আহমেদ বলেছিলেন টেস্ট ম্যাচ ড্র হলেই খুশি হবেন নির্বাচক প্যানেল। একদিন পর আজ দলের গুরুত্বপূর্ন ক্রিকেটার সাকিব আল হাসান জানালেন, ‘আমাদের প্রথম লক্ষ্য টেস্ট ম্যাচে ভালো করা। আমরা যদি টেস্ট ম্যাচটা ড্র করতে পারি তাহলে ভালো রেজাল্ট হবে। টেস্টের মোমেন্টাম ধরে রাখতে পারলে ওয়ানডে সিরিজেও ভালো করা সম্ভব। ’
বৃহস্পতিবার দুপুরে সাকিব তার নিজ রেষ্টুরেন্ট ‘সাকিব ডাইন’ এ গ্লোব সফট ড্রিংকস লি: এর পানীয় ‘রয়েল টাইগার’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি সম্পন্ন করেছেন। আগামি তিন বছর রয়েল টাইগার এনার্জি ড্রিংকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এ সময় সাকিব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মাশরাফি ও মাহমুদুল্লাহর ইনজুরি নিয়ে শঙ্কিত কি না-এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমার মনে হয় নেগেটিভ চিন্তা না করাই ভালো। আমি যতটুকু শুনেছি তাতে মাশরাফিকে নিয়ে দু:শ্চিন্তার কিছু নেই। তবে মাহমুদুল্লাহর ইনজুরিটা সিরিয়াস। বাংলাদেশ এখন যে অবস্থানে এসেছে তাতে ভালো ব্যাকআপ প্লেয়ারও আছে। আশা করি, ওয়ানডে সিরিজের আগেই তারা সুস্থ হয়ে উঠবেন। ’
স্পিন বোলিংয়ে সাকিবের উপর বাংলাদেশ দল অনেকটা নির্ভর করলেও গেল পাকিস্তান সিরিজে আশানুরুপ সাফল্য পাননি। নিজের বোলিং নিয়ে সাকিব বলেন, ‘শেষ ২-৩টা টেস্ট ম্যাচে ভালো বোলিং করতে পারিনি। চেষ্টা করবো ভারত সিরিজে ফর্ম ফিরে পেতে। অন্যান্য বোলাররাও সাফল্য পেতে খুব কষ্ট করছে। মাঠে যাতে ভালো পারফর্ম করতে পারি, দেশের মানুষকে খুশি করতে পারি-এ নিয়েই ভাবছি। ’
বিশ্রামে নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের ম্যাচে খেলেননি সাকিব। চার দিনের ম্যাচটা খেললে ভারতের বিপক্ষে ম্যাচের ভালো প্রস্তুতি হত কী না-এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘৭-৮ মাস ধরে টানা ক্রিকেট খেলে যাচ্ছি। আমার বিশ্রাম নেওয়াটা দরকার ছিল। ‘
বুধবার ঘোষিত হয়েছে ভারত সিরিজের জন্য বাংলাদেশের ১৪ সদস্যের টেস্ট স্কোয়াড। দল নিয়ে সাকিব বলেন, ‘বেস্ট পসিবল দলটাই ভারত সিরিজের জন্য হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এসকে/এমএমএস