ঢাকা: বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে ভারতের কোচ ডানকান ফ্লেচারকে নতুন করে চুক্তিবদ্ধ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। ফ্লেচারের স্থলাভিষিক্ত হচ্ছেন কে, তা একরকম কোটি টাকার প্রশ্ন।
৭ জুন বাংলাদেশ সফরে আসবে ভারত। তার দুই দিন আগে কোলকাতায় আসন্ন সফরে থাকা ক্রিকেটারদের হাজির হতে বলা হয়েছে বিসিসিআই থেকে। ৬ জুন ক্রিকেটারদের ফিটনেস টেস্টের পর বিসিসিআই বাংলাদেশ সফরে কোচ হিসেবে ভারত দলের সঙ্গে কে আসছেন তা ঘোষণা করবে।
অস্ট্রেলিয়ার সাবেক পেস তারকা ব্রেট লি গুঞ্জনে কান না দিয়ে জানালেন, গাঙ্গুলিকেই ভারতের প্রধান কোচ করা দরকার। এটার জন্য যোগ্য ব্যক্তি গাঙ্গুলি।
অজি এ ফাস্ট বোলার আরও বলেন, আমি মনে করি ভারতের বর্তমান দলটির সঙ্গে যোগ্যতার প্রমান দিয়ে বেশ ভালো করেই দায়িত্ব পালন করবেন গাঙ্গুলি। ক্রিকেটে তার অভিজ্ঞতা অনেক। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি যাই বলুন না কেন তিনি সব ফরমেটের অভিজ্ঞ একজন ব্যক্তি।
ব্রেট লি যোগ করেন, যদি ভারতীয় ক্রিকেট বোর্ড গাঙ্গুলিকে কোচের দায়িত্ব দেয়, ক্রিকেটাররা তাদের স্বাভাবিক খেলাটা বের করে দেখাতে পারবে। দলে তিনি যুক্ত হলে খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বেড়ে যাবে বলে আমার বিশ্বাস।
ভারতীয় ব্যাটিং গ্রেট গাঙ্গুলি দেশের হয়ে সাদা পোষাকে খেলেছেন ১২ বছর। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে তিনি ১১৩টি টেস্ট খেলেছেন। রঙ্গিন জার্সি গায়ে ভারতের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছেন ৩১১টি।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ২৬ মে ২০১৫
এমআর