ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের নতুন কোচ ট্রেভর বেইলিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মে ২৬, ২০১৫
ইংলিশদের নতুন কোচ ট্রেভর বেইলিস ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ান ট্রেভর বেইলিসকে ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বেইলিসের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে।



এর আগে শ্রীলঙ্কার কোচ হিসেবে নিয়োজিত ছিলেন বেইলিস। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত লঙ্কানদের দায়িত্ব পালন করেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে টপকে ইংলিশদের কোচ হলেন ৫২ বছর বয়সী বেইলিস।

গত বিশ্বকাপের আসরে বাংলাদেশের বিপক্ষে হেরে বিশ্বমঞ্চ থেকে ছিটকে পড়া ইংল্যান্ড গত মাসে পিটার মুরসকে বরখাস্ত করে। তার স্থলাভিষিক্ত হলেন শ্রীলঙ্কাকে ২০১১ বিশ্বকাপের ফাইনালে তোলা বেইলিস। আগামী জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজ থেকে ইংল্যান্ড দলের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

এমন খবর পেয়ে বেইলিস বলেন, ইংলিশদের কোচের দায়িত্ব পেয়ে আমি গর্ব অনুভব করছি। দলকে সাফল্য পাইয়ে দিতে আমি সব চেষ্টাই করে যাবো।

কোচ হিসেবে বেইলিসের দারুণসব সাফল্য রয়েছে। শ্রীলঙ্কাকে ২০১১ সালের বিশ্বকাপে ফাইনালে তোলেন তিনি। এছাড়া দলটিকে ২০০৯ সালের বিশ্বকাপ টি-টোয়েন্টিতেও নিয়ে যান। নিউসাউথ ওয়েলসের হয়ে দু’বার দায়িত্ব নিয়ে ২০০৫ ও ২০১৪ সালে শেফিল্ড শিল্ড জিতিয়েছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কোলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব নিয়ে ২০১২ আর ২০১৪ তে দলকে শিরোপা পাইয়ে দেন বেইলিস। বিগ ব্যাশে ২০১২ সালে লিগ শিরোপা এবং সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপা পাইয়ে দিয়েছিলেন সিডনি সিক্সারকে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ২৬ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।