ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলিংয়ে সেরা রাজ্জাক, ব্যাটিংয়ে কাপালি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, মে ২৮, ২০১৫
বোলিংয়ে সেরা রাজ্জাক, ব্যাটিংয়ে কাপালি

ঢাকা: প্রাইম ব্যাংক সাউথ জোনের শিরোপা জয়ের মধ্য দিয়ে বুধবার (২৭ মে) শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় আসর। তিন ম্যাচে এক জয় ও দুই ‘ড্র’ তে ৪৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রাইম ব্যাংক।

ইসলামী ব্যাংক ইস্ট জোন ৩৯ পয়েন্ট নিয়ে রানার্সাআপ হয়েছে।

ব্যক্তিগত পারফরম্যান্সে এবার দ্যূতি ছড়িয়েছেন অলক কাপালি ও আব্দুর রাজ্জাক। তিন ম্যাচ খেলে ৬ ইনিংসে ব্যাটিং করে ৪০৮ রান করে সবার শীর্ষে কাপালি। ইসলামী ব্যাংকের এই ক্রিকেটার একটি ডাবল সেঞ্চুরি ও দুই ফিফটিতে ১০২ গড়ে রান করেছেন এই আসরে।

তিন ম্যাচ খেলে ৩৯৭ রান করে দ্বিতীয় অবস্থানে আছেন এনামুল হক বিজয়। একটি সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৭৯ গড়ে এ রান করেছেন ডানহাতি ওপেনার বিজয়। তৃতীয় অবস্থানে থাকা সাদমান ইসলাম তিন ফিফটিতে ৬০ গড়ে করেছেন ৩৬০ রান।

বোলিংয়ে বরাবরের মতো সবার শীর্ষে প্রাইম ব্যাংক সাউথ জোনের স্পিনার আব্দুর রাজ্জাক। তিন ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। দুই ম্যাচ খেলা আবুল হাসান নিয়েছেন ১১ উইকেট। তিন ম্যাচ খেলে ১১ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ওয়ালটন সেন্ট্রাল জোনের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ২৮ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।