ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই ম্যাচের নিষেধাজ্ঞায় চিগুম্বুরা

afsana ripa | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, মে ২৮, ২০১৫
দুই ম্যাচের নিষেধাজ্ঞায় চিগুম্বুরা

ঢাকা: স্লো ওভার রেটের কারণে জিম্বাবুয়ের পরবর্তী দুটি ওয়ানডে ম্যাচে নিষেধাজ্ঞা পেলেন দলটির অধিনায়ক এলটন চিগুম্বুরা। লাহোরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের অভিযোগ ওঠে এই অলরাউন্ডারের ওপর।

তাই এ সিরিজের বাকি দুটি ম্যাচে মাঠে নামতে পারছেন না তিনি।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের তিনটি ওভার ধীর গতিতে করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আইসিসি’র রিমোট ম্যাচ রেফারি রোশান মাহানামা চিগুম্বুরাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি দলের প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফি’র ৪০ শতাংশ করে কর্তন করেন।

আইসিসি’র কোড অব কনডাক্ট অনুযায়ী সে খেলার প্রথম দুই ওভারে ১০ শতাংশ ও তৃতীয় ওভারে ২০ শতাংশ জরিমানা করা হয়।

আইসিসি’র ওয়ানডে ও টি-২০ কোড অনুযায়ী একটি ওভার যদি দুই ওভারের বেশি সময় ধরে চলে তাহলে সেটিকে গুরুতর অপরাধ হিসেবে ধরে নেয়া হয়। আর চিগুম্বুরার যদি আগামী ১২ মাসের মধ্যে এমন অপরাধ আবারো করেন তাহলে দুই থেকে আট পয়েন্টের নিষেধাজ্ঞা পাবেন তিনি।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।