ঢাকা: স্লো ওভার রেটের কারণে জিম্বাবুয়ের পরবর্তী দুটি ওয়ানডে ম্যাচে নিষেধাজ্ঞা পেলেন দলটির অধিনায়ক এলটন চিগুম্বুরা। লাহোরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের অভিযোগ ওঠে এই অলরাউন্ডারের ওপর।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের তিনটি ওভার ধীর গতিতে করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আইসিসি’র রিমোট ম্যাচ রেফারি রোশান মাহানামা চিগুম্বুরাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি দলের প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফি’র ৪০ শতাংশ করে কর্তন করেন।
আইসিসি’র কোড অব কনডাক্ট অনুযায়ী সে খেলার প্রথম দুই ওভারে ১০ শতাংশ ও তৃতীয় ওভারে ২০ শতাংশ জরিমানা করা হয়।
আইসিসি’র ওয়ানডে ও টি-২০ কোড অনুযায়ী একটি ওভার যদি দুই ওভারের বেশি সময় ধরে চলে তাহলে সেটিকে গুরুতর অপরাধ হিসেবে ধরে নেয়া হয়। আর চিগুম্বুরার যদি আগামী ১২ মাসের মধ্যে এমন অপরাধ আবারো করেন তাহলে দুই থেকে আট পয়েন্টের নিষেধাজ্ঞা পাবেন তিনি।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এমএমএস