ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের ধর্মশালায় অনুশীলন করবে নেপাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মে ২৮, ২০১৫
ভারতের ধর্মশালায় অনুশীলন করবে নেপাল ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতের ধর্মশালায় অনুশীলন করবে নেপাল ক্রিকেট দল। জুলাইতে টি-২০ বাছাইপর্বের আগে আগামী ৫ থেকে ২০ জুনের মধ্যে অনুশীলন করবে দলটি।



গতমাসে নেপালে ভুমিকম্পে ব্যপক ক্ষয়ক্ষতি হলে দেশটিতে বড় ধরণের বিপর্যয় নেমে আসে। সেখানে ঘর-বাড়ি থেকে শুরু করে ধ্বংস হয়ে খেলার মাঠও। পরে নেপাল ক্রিকেটের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান ভারতীয় ক্রিকেট বোর্ডোর সেক্রেটারি আনুরাগ ঠাকুর।

২২ সদস্যের নেপাল ক্রিকেট দল ধর্মশালায় ১৫ দিনের একটি ক্যাম্প করবে। আগামী জুলাইয়ের ৯ থেকে ২৬ তারিখ পর্যন্ত আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে।

এদিকে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে বিসিসিআই কয়েকজন যোগ্য কোচকে দলের অনুশীলনে নিয়োগ দিবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ২০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।