ঢাকা: টিম ইন্ডিয়ার অন্যতম ব্যাটিং তারকা সুরেশ রায়না গত এপ্রিলে সাত পাকে বাঁধা পড়েন। ২৮ বছর বয়সী রায়না বিয়ে করেন তারই ছোটবেলার বান্ধবী প্রিয়াঙ্কা চৌধুরিকে।
বিয়ের পরেই ব্যাট হাতে ঘাম ঝরাতে হয় রায়নাকে। সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামেন তিনি। টেস্ট দলে নিয়মিত সদস্য হওয়ার স্বপ্নটাও তার দীর্ঘদিনের। আগের ব্যর্থতা ঢেকে টেস্ট দলে জায়গা করতে চান এ বাঁহাতি ব্যাটসম্যান।
বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে বিয়ের পিঁড়িতে বসা রায়না জানিয়েছেন, ক্রিকেটে ক্যারিয়ারের জন্য এ বছরটা তার গুরুত্বপূর্ণ। তবে, বিয়ের কারণে কোনো প্রভাব পড়েনি তার ক্রিকেটে। বিবাহিত জীবনেও তিনি স্বাধীন। আর জাতীয় দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে না খেলার দরুণ বিয়ের পর হানিমুনের সময়টাও পাচ্ছেন রায়না।
ভারতীয় ক্রিকেটের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রায়না বলেন, বিয়ে আমার জীবনে কোনো পরিবর্তন আনে নি। আমি আগেও যেমন ক্রিকেটে সময় দিতে পারতাম, বিয়ের পরও তেমনি ভাবে সময় দিতে পারছি। স্ত্রী’র পক্ষ থেকেও কোনো চাপ অনুভব করি না। বরং প্রিয়াঙ্কা আমাকে মাঠে দেখলে, মাঠে আমার ব্যাটিং দেখলেই বেশি খুশি হয়। তাকে বিয়ে করে আমিও খুশি।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের ফাইনাল জিতে বিয়ের আগে সেটি উদযাপন করতে চেয়েছিলেন রায়না। সে রকম কিছু না হলেও বিয়ে করেন তিনি। আর বিয়ের পর চেয়েছিলেন আইপিএলের অষ্টম আসর জিতে হানিমুনটা ভালো করেই কাটাতে। তবে, এবারও তার চাওয়া পূর্ণ হয়নি। ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হেরেছে রায়নাদের চেন্নাই সুপার কিংস।
বাংলাদেম সময়: ১৫৩৪ ঘণ্টা, ২৯ মে ২০১৫
এমআর