ঢাকা: চলতি বছরের নভেম্বর মাসে বাংলাদেশ সফরে আসতে চায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড শুধুমাত্র চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দেওয়ায় সিরিজটা এখনো চূড়ান্ত করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (৩০ মে) দুপুরে বিসিবি কার্যালয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দূর্জয় সাংবাদিকদের জানান, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ খেলার কথা চলছে। ওরা চাচ্ছে, চারটা টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। আমরা চাচ্ছি দুইটা ওয়ানডে, দুইটা টি-টোয়েন্টি অথবা তিনটা ওয়ানডে ও দুইটা টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। কোনটা আমাদের জন্য বেশি ভালো হবে সেটা নিয়েই আজ মিটিংয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম। ’
উল্লেখ্য, চলতি বছরটিতে ব্যস্তসূচি অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। আগামি ৭ জুন একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতীয় ক্রিকেট দল।
এরপর জুলাইয়ের প্রথম সপ্তাহে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফর করবে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া দলেরও বাংলাদেশ সফর করার কথা। এবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আগ্রহী দলের তালিকায় যোগ হলো ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ৩০ মে ২০১৫
এসকে/এমআর