ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে ‘ফেবারিট’ বললেন সৌম্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মে ৩০, ২০১৫
বাংলাদেশকে ‘ফেবারিট’ বললেন সৌম্য সৌম্য সরকার / ফাইল ফটো

ঢাকা: গেল পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশকে ফেবারিট বলে দাবি করেছিলেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। অনেকের কাছেই সাকিবের মন্তব্য ‘অবিশ্বাস্য’ মনে হয়েছিল।

কিন্তু মাঠের পারফরম্যান্সে তা সত্য বলে প্রমান করেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।

এবার ভারত সিরিজের আগে স্বাগতিকদের ফেবারিট বলে দাবি করলেন জাতীয় দলের তরুণ ব্যাটসম্যান সৌম্য সরকার।

শনিবার (৩০ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট-বলের অনুশীলন শেষে সাংবাদিকদের সৌম্য বলেন, ‘এ মুহুর্তে আমাদের দলের সবাই দুর্দান্ত ফর্মে আছেন। বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজে আমরা যেভাবে খেলেছি, সেই পারফরম্যান্স ধরে রাখতে পারলে ভারতের বিপক্ষেও আমরাই ফেবারিট। মাঠের বাইরে অনেক কথাই হতে পারে; খেলাটি কিন্তু মাঠেই হবে। মাঠে যারা ভালো খেলবে তারাই জিতবে। ’
 
ব্যক্তিগত পারফরম্যান্স ও ব্যাটিং অর্ডার নিয়ে তিনি বলেন, ‘দলের প্রয়োজনে আমি যে কোনো জায়গাতেই খেলতে প্রস্তুত। এটা আমি পাকিস্তান সিরিজের আগেও বলেছি। বিসিএলের শেষ ম্যাচে ৫-৬ নম্বরে ব্যাটিং করেছি। প্রথম ইনিংসে ভালো করতে পারিনি। তবে দ্বিতীয় ইনিংসে রান পেয়েছি। পাকিস্তান সিরিজে ওয়ানডের মতো টেস্টে ভালো খেলতে পারিনি। অবশ্য এখন টেস্টে ভালো খেলার জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছি। সুযোগ পেলে অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। ’

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের শুরুতেই পেসার শাহাদাত হোসেন রাজিব ইনজুরিতে পড়ায় পেস অ্যাটাকে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছিলেন সৌম্য সরকার। ওই ম্যাচেই পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট উইকেট।

নিজের বোলিং প্রসঙ্গে সৌম্য সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজে বোলিং করেছি। অনুশীলনেও সুযোগ পেলে বোলিং করি। দলের প্রয়োজনে বোলিং করতেও সবসময় প্রস্তুত থাকি। ’

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ৩০ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।