ঢাকা: আসন্ন ভারত সিরিজে থাকছে না আম্পায়ার ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) ব্যবহার। শনিবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
ঘরের মাঠে বাংলাদেশের সর্বশেষ দুটি সিরিজে (জিম্বাবুয়ে ও পাকিস্তান) আম্পায়ারদের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি বা ডিআরএস থাকলেও আসন্ন ভারত সিরিজে থাকছে না এই সুবিধা। নিয়ামানুযায়ী দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে ডিআরএস ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কোনো একটি বোর্ড ডিআরএস পদ্ধতি ব্যবহার করতে রাজি না হলে ওই সিরিজে এটি ব্যবহার করা হয় না। ভারতীয় দলের অনাগ্রহের কারণেই আসন্ন সিরিজে ব্যবহার হচ্ছে না ডিআরএস।
এর আগে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, আমরা মাঠে যে সুবিধা পাব না, সেটি ভারতও পাবে না। এটা নিয়ে আমরা কোনো চিন্তা করছি না।
আগামি ৭ জুন একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর ১৮, ২১ ও ২৪ জুন সিরিজের ওয়ানডে ম্যাচগুলো মাঠে গড়াবে।
দিবা-রাত্রির সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ৩০ মে ২০১৫
এসকে/এমআর