ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আজ থেকে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, জুন ১, ২০১৫
আজ থেকে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

ঢাকা: দীর্ঘ প্রতিক্ষীত জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ সোমবার (১ জুন) থেকে একযোগে দেশের ১২টি ভেন্যুতে শুরু হচ্ছে। ২০১৪-১৫ মৌসুমের এ টুর্নামেন্টে সীমিত ওভারের খেলাগুলোয়  অংশ নেবে ৬৪টি জেলা।



উদ্বোধনী দিনে আজ খুলনায় যশোর ও ঝিনাইদহ, বরিশালে পুটয়াখালী ও বরিশাল, রংপুরে পঞ্চগড় ও দিনাজপুর, বগুড়ায় রংপুর ও লালমনিরহাট, রাজশাহীতে জয়পুর হাট ও সিরাজগঞ্জ, পাবনায় নওগাঁ ও বগুড়া, বিকেএসপির দুই নম্বর মাঠে নারায়ণগঞ্জ ও রাজবাড়ী, ফতুলা আউটারে ময়মনসিংহ ও নরসিংদী, ফরিদপুরে মানিকগঞ্জ ও শরীয়তপুর এবং বিকেএসপির তিন নম্বর মাঠে জামালপুর ও ফরিদপুর মুখোমুখি হবে।

বিসিবি জানায়, প্রতিযোগিতার ৩৫তম সংস্করণের সবগুলো খেলা হবে টার্ফের উইকেটে। ঢাকা বিভাগের দুইটি এবং অপর ছয়টি বিভাগ থেকে একটি করে দল দ্বিতীয় রাউন্ডে খেলবে। এরপর আটটি দল দুইভাগে বিভক্ত হয়ে খেলায় উভয় গ্রুপের শীর্ষ দল খেলবে ফাইনালে।

এবারের আসরটির তিনটি ভেন্যু রাখা হয়েছে ঢাকায়। দুইটি করে ভেন্যু পড়েছে রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে। একটি করে আছে বরিশাল, সিলেট ও রংপুরে।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, জুন ০১, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।