ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের জার্সি উন্মোচন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ১, ২০১৫
টাইগারদের জার্সি উন্মোচন ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবি’র লোগা সম্বলিত নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (০১ জুন) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করা হয়।



জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবির সহ-সভাপতি  মাহবুব আনাম, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়, বিসিবির মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও বিসিবির প্রধান নির্বাহী কমকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

এছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বিরাসিংহে ও চিফ অপারেটিং অফিসার মাহাতাবউদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে রবি দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত। আশা করি, বাংলাদেশ দল আসন্ন  ভারত সিরিজে ভালো করবে। এই সিরিজটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ন। আগামি দুই বছর ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার জন্য রবি’কে ধন্যবাদ জানাই। ’

রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বিরাসিংহে বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা সত্যিই গর্বিত। খেলাধুলা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাইকে একত্রিত করে। ক্রিকেটের সঙ্গে আমাদের নতুন অগ্রযাত্রা শুরু হলো। আশা করি, আগামিতেও এ ধারা অব্যহত থাকবে। ’

জার্সি উন্মোচন করার পর জাতীয় দলের ক্রিকেটাররা গায়ে নতুন জার্সি জড়িয়ে অতিথিদের সঙ্গে ক্যামেরাবন্দী হন। ক্রিকেটারদের মধ্যে ছিলেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, রুবেল হোসেন ও মাহমুদুউল্লাহ রিয়াদ।

উল্লেখ্য, গত ২১ মে দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সরশিপ কিনে নেয় মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড।   চুক্তি অনুযায়ী আগামী দুই বছর বাংলাদেশ জাতীয় দল, নারী ক্রিকেট দল, অনূর্ধ্ব-১৯ দল ও বাংলাদেশ ‘এ’ দলের পৃষ্ঠপোষক হিসেবে থাকবে রবি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ০১ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।