ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিতর্কিত শ্রীনির কাছে নাজাম শেঠির পত্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জুন ১, ২০১৫
বিতর্কিত শ্রীনির কাছে নাজাম শেঠির পত্র নাজাম শেঠি

ঢাকা: আইসিসির প্রেসিডেন্ট পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। সোমবার (০১ জুন) তিনি আইসিসি’র বিতর্কিত চেয়ারম্যান শ্রীনিবাসনের নিকট একটি পত্র পাঠিয়ে নিজের সরে আসার বিষয়টি তুলে ধরেন।



নাজাম শেঠি তার পত্রে আইসিসি’র সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে লেখেন, আইসিসি সিদ্ধান্ত নিয়েছে যে পরের বছর থেকে শুধুমাত্র বোর্ডের সদস্যদের দ্বারা মনোনীত সাবেক ক্রিকেটাররাই আইসিসির প্রেসিডেন্ট পদে মনোনীত হতে পারবেন। এ কারণে আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি সরে দাঁড়াচ্ছি।

তিনি চিঠিতে আরও লেখেন, আমি মনে করি পাকিস্তানের সম্মানিত কোনো সাবেক ক্রিকেটারকে এই পদ ছেড়ে দেওয়া যুক্তিসম্মত।

উল্লেখ্য, মোস্তফা কামাল শ্রীনিবাসনের বিতর্কিত কিছু সিদ্ধান্তকে মেনে নিতে না পেরে আইসিসি’র সভাপতির পদ থেকে সরে দাঁড়ান। এরপর আইসিসির প্রেসিডেন্ট পদের জন্য নাজাম শেঠিকে মনোনীত করেছিল পিসিবি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ০১ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।