ঢাকা: অনুশীলন করার সময় মাথায় আঘাত পেয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে পড়লেন অস্ট্রেলিয়ান ওপেনার ক্রিস রজার্স। রোববার নেট বোলারের সঙ্গে অনুশীলনের সময় একটি বল রজার্সের হেলমেটে লাগলে অসুস্থ হয়ে পড়েন তিনি।
এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দলের চিকিৎসক পিটার ব্রুকনার জানান, ‘আমি অধিনায়ক মাইকেল ক্লার্ক ও কোচ ড্যারেন লেহম্যানকে তার প্রথম টেস্ট না খেলার ব্যাপারে জানিয়েছি। এটা দলের অন্য যে কোন ক্রিকেটার হলেও আমি একই সিদ্ধান্ত নিতাম। ’
ব্রুকনার মনে করেন প্রথম কোন অজি ক্রিকেটার এমন কারণে টেস্ট দল থেকে বাদ পড়লো। এর আগে গত বছরের নভেম্বরে শেফিল্ড শিল্ড ম্যাচে বলের আঘাতে আহত হয়ে কোমায় গিয়েছিলেন ফিল হিউজ। তার দু’দিন পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছিলেন।
এদিকে রজার্স আশা করছেন আগামী কয়েকদিনের মধ্যে তিনি অনুশীলনে ফিরতে পারবেন। যা দ্বিতীয় টেস্টের আগে তাকে সুস্থ করে তুলবে। এই সিরিজ শেষেই সাদা পোশাকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ৩৭ বছর বয়সী রজার্স।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এমএমএস