ঢাকা: কর ফাঁকির অভিযোগে পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হকের গাড়ি বাজেয়াপ্ত করেছে দেশটির রাজস্ব বোর্ড। কর অপরিশোধের কারণে মিসবাহর ল্যান্ড-ক্রুজারটি কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করেছে।
রাজস্ব বোর্ডটি থেকে জানানো হয়, গত বছর অক্টোবরে ল্যান্ড-ক্রুজারটি কেনার সময় মিসবাহ কর পরিশোধ করেন নি।
পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী, ইসাক দারের সঙ্গে বিষয় নিয়ে মিসবাহ আলোচনা করেন। রাজস্ব বোর্ডের এমন তদন্তের শিকার হয়ে ইসলামাবাদে আরও কিছু সিনিয়র ক্রিকেটার মিসবাহর সঙ্গী হয়েছিলেন। কিন্তু তারপরও পাকিস্তানের টেস্ট দলপতিকে রাজস্ব বোর্ড থেকে নোটিশ পাঠানো হয়েছিল।
নোটিশে সমস্ত কর পরিশোধের অনুরোধ করা হলেও মিসবাহ তা করেন নি। তারই ফলস্বরুপ সিনিয়র এ পাকিস্তানি ব্যাটসম্যানের ল্যান্ড-ক্রুজারটি বাজেয়াপ্ত করে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ০২ জুন ২০১৫
এমআর