ঢাকা: ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে বেশ ভালোভাবেই প্রমান করেছেন সাব্বির রহমান। ধারাবাহিক পারফরম্যান্সে জাতীয় দলের মির্ডল অর্ডারে অপরিহার্য হয়ে উঠেছেন অল্প সময়েই।
পাকিস্তান সিরিজ চলাকালীন সংবাদ সম্মেলনে সাব্বির বলেছিলেন, টেস্ট নিয়ে তেমন কিছু ভাবছি না। আমি যে ধরনের ব্যাটিং করি তাতে ওয়ানডে ও টি-টোয়েন্টি নিয়েই ভাবতে হবে। ’
তবে এবার বাতাস একটু ঘুরেছে। সুযোগ পেলে নিজের মতো খেলে দলকে ভালো কিছু দিতে চান সাব্বির। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে করেছেন ১০৭ রান। মিরপুরে বিসিবি নর্থ জোনের হয়ে প্রথম ইনিংসে তার ৭৫ রানের ইনিংসটি ছিল দুর্দান্ত। তাইতো ভারত সিরিজের আগে আত্মবিশ্বাসী সাব্বির জানালেন, ‘টেস্ট দলে সুযোগ পেলে নিজের মতোই খেলবো, ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো। ’
লংগার ভার্সনে রান পাওয়ার পেছনের কারণ হিসেবে সাব্বির উল্ল্যেখ করেন, ‘লং টাইম প্রাকটিস করেছি। তার ফলই হয়তো বিসিএলে পেয়েছি। ’
আপনাকে কেন টেস্টে বিবেচনায় রাখা হচ্ছে না-এমন প্রশ্নের জবাবে সাব্বির বলেন, ‘এটা টিম ম্যানেজম্যান্টের ব্যাপার। আমার জায়গায় হয়তো দলে ভালো কেউ খেলছে। ’
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ০২ জুন ২০১৫
এসকে/এমআর