ঢাকা: জাতীয় মহিলা ক্রিকেট লিগের (টি-টোয়েন্টি) সপ্তম আসর বৃহস্পতিবার (০৪ জুন) থেকে শুরু হচ্ছে। প্রথম দিনে তিনটি ম্যাচ মাঠে গড়াবে।
দিনের অপর ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে খেলবে সিলেট বিভাগ। সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ঢাকার দুইটি ভেন্যুতেই অনুষ্ঠিত হবে লিগের সবগুলো ম্যাচ। আগামি ২০ জুন জাতীয় মহিলা ক্রিকেট লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
অংশগ্রহনকারী দলগুলো হলো: খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ, বরিশাল বিভাগ ও রাজশাহী বিভাগ।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ০৩ জুন ২০১৫
এসকে/এমআর