ঢাকা: বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি লিগ। দুবাইয়ে এক ঘোষণার মাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করেন আয়োজক ডিন জোন্স।
রাউন্ড-রবিন পদ্ধতিতে এ টুর্নামেন্টে ছয়টি দল থাকবে, যেখানে প্রত্যেক দলে ১৫ জন অবসর নেওয়া ক্রিকেটার থাকবেন। আর প্রত্যেক স্কোয়াডে দু’জন করে ‘আইকন ক্রিকেটার’ থাকবেন। আগামী বছরের মধ্যেই এ আসর শুরু হতে পারে। যেখানে আয়োজকরা আশা করছেন মিসবাহ উল হক ও ব্রেট লি খেলবেন।
এদিকে অ্যাডাম গিলক্রিস্ট, ব্রায়ান লারা, ওয়াসিম আকরাম ও জ্যাক ক্যালিস এ টুর্নামেন্টে খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। আসরটি আইপিএলের মতো ফ্রাঞ্চাইজি ভিত্তিক হয়ে ক্রিকেটারদের নিলামের মাধ্যমে দলে ভেড়াবে।
প্রত্যেক ক্রিকেটারকে তার নিজের দেশের হয়ে অন্তত পাঁচটি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। সেই সঙ্গে প্রত্যেক দলকে আইসিসি‘র সহযোগি দেশ গুলো থেকে দু’জন করে ক্রিকেটার নিতে হবে।
ম্যাচগুলো শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, দুবাই স্পোর্টস সিটি ও আবুধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এমএমএস