ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জুনিয়র টাইগারদের বিপক্ষে প্রোটিয়াদের দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জুন ৫, ২০১৫
জুনিয়র টাইগারদের বিপক্ষে প্রোটিয়াদের দল ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের যুব টাইগারদের বিপক্ষে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের এ দলটিকে নেতৃত্ব দেবেন টনি জি জর্জি।

শুক্রবার (০৫ জুন) প্রোটিয়াদের অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড।

০৬ জুলাই শুরু হয়ে সাত ম্যাচ ওয়ানডে সিরিজটি শেষ হবে ২০ জুলাই। ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে ডারবান এবং পিটারমারিজবার্গে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী এবার সফর করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর আগে বাংলাদেশে সাত ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে যায় প্রোটিয়া যুবারা। বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের কাছে ৬-১ এ সিরিজ হারে দ. আফ্রিকা।

বাংলাদেশে হতে যাওয়া ২০১৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দুই দলের মধ্যে সিরিজ আয়োজন করা হয়।

দল ঘোষণার পর দ. আফ্রিকার দলটির কোচ লরেন্স ম্যাথলেন বলেন, আমি নতুন একটি চ্যালেঞ্জের অপেক্ষায় রয়েছি। দলটিকে কিছুটা অভিজ্ঞতার মিশেলে তৈরি করা হয়েছে। দুই দেশের সিরিজটি দারুণ হবে বলে আশা করছি।

০৬ জুলাই প্রথম ওয়ানডে হলেও বাংলাদেশের টাইগাররা সেখানে যাবে ২৯ জুন। ০৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর ০৬ জুলাই প্রথম ওয়ানডে খেলবে তারা। পরের ম্যাচ গুলো জুলাইয়ের ৮, ১১, ১৩, ১৫, ১৮ ও ২০ তারিখে অনুষ্ঠিত হবে। পরের দিন বাংলাদেশে ফিরবে টাইগার যুবারা।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ০৫ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।