ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সবচেয়ে বয়স্ক সেঞ্চুরিয়ান খুররামের অবসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুন ৬, ২০১৫
সবচেয়ে বয়স্ক সেঞ্চুরিয়ান খুররামের অবসর ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সংযুক্ত আরব আমিরাতের সফল ব্যাটসম্যান খুররাম খান। আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে আমিরাতের ইনিংস ও ২৬ রানে হারের পর ৪৩ বছরের এ ক্রিকেটার অবসরের ঘোষণা দেন।



অবসরে যাওয়া খুররাম আমিরাতের হয়ে ১৬টি একদিনের ম্যাচ খেলেছেন। যেখানে একটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরি সহ ৪১.৫৭ গড়ে তিনি ৫৮২ রান করেছেন। সে সঙ্গে বাঁহাতি এ স্পিনার দলের হয়ে নিয়েছেন ১২টি উইকেট।

ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে খুররাম সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছিলেন। গত বছর নভেম্বরে দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিনি ৪৩ বছর ১৬২ দিন বয়সে তিন অঙ্কের স্কোর করে এই রেকর্ড গড়েন। খুররামের আগে এই রেকর্ডের মালিক ছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান সনথ জয়সুরিয়া।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।