ঢাকা: বেতনভুক্ত সকল কর্মকর্তাদের টিভি ধারাভাষ্য দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর মধ্যে পাকিস্তানের সাবেক ক্রিকেটারসহ প্রথম শ্রেণীর ক্রিকেটাররাও রয়েছেন।
সম্প্রতি ফয়সালাবাদে অনুষ্ঠিত জাতীয় সুপার এইট টি-টোয়েন্টি টুর্নামেন্টে জাতীয় দলের প্রধান নির্বাচক হারুন রশীদ ও নির্বাচক আজহার খানকে ধারাভাষ্যকার হিসেবে নিয়োগ দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে পিসিবি।
জিম্বাবুয়ের বিপক্ষে ঐতিহাসিক হোম সিরিজে জাতীয় ক্রিকেট একাডেমীর বোলিং কোচ মুহাম্মদ আকরামকে ধারাভাষ্যকার হিসেবে নিয়োগ দেওয়ায় সমালোচনার স্রোতটা আরো বেগবান হয়। এর জের ধরেই পিসিবি এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
পিসিবি’র একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘ধারাভাষ্যকার হিসেবে হারুন কিংবা আকরামকে নিয়োগ দেওয়াটা বোর্ডের ভুল সিদ্ধান্ত ছিল। বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান এ ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন। পিসিবি’র বেতনভুক্ত কোনো সাবেক ক্রিকেটার ম্যাচ চলাকালীন টিভি ধারাভাষ্যে অংশ নিতে পারবেন না। ’
এই কর্মকর্তা আরও বলেন, ‘শিগগিরই মিডিয়া পলিসি সংশোধন করা হবে। যা জাতীয় দলের সকল চুক্তিবদ্ধ খেলোয়াড় ও সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ভবিষ্যতে টিভি শো সংক্রান্ত যেকোনো অনুষ্ঠানে অংশ নিতে হলে তাদেরকে অবশ্যই পিসিবি’র বিশেষ অনুমতি নিতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
আরএম