ঢাকা: বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের বাকি আর একদিন। বুধবার (১০ জুন) ফতুল্লায় শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ।
দুপর আড়াইটা থেকে দলের অনুশীলন শুরু হলেও দুপুর একটা থেকেই নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের ছুঁড়ে মারা বলে নক করেন এই ডানহাতি ব্যাটসম্যান।
এক ঘন্টা ব্যাটিং অনুশীলনের পর একে একে মাঠে নামেন দলের বাকি ক্রিকেটাররা। এ দিন চারটি নেটে একযোগে হয়েছে ব্যাটিং-বোলিং অনুশীলন। সেন্টার উইকেটের পাশের দুটি নেট ও মাঠের দক্ষিণ পাশের দুটি প্র্যাকটিস নেটে চলে অনুশীলন।
সেন্টার উইকেটের প্রথম উইকেটে শুরুতে ব্যাটিং করেন লিটন দাস ও ইমরুল কায়েস। লিটন-ইমরুলকে বোলিং করেন পেসার রুবেল হোসেন, আবুল হাসান রাজু ও স্পিনার তাইজুল ইসলাম। পাশের নেটে ব্যাটিং করেন মুমিনুল হক। জুবায়ের হোসেন লিখন, পেসার মোহাম্মদ শহিদ, সৌম্য সরকার ও স্পিনার জুবায়ের হোসেন লিখনরাও অনুশীলনে মগ্ন ছিলেন। এরপর একে একে ব্যাট হাতে নেটে আসেন সাকিব-মুশফিক-নাসিররা।
লিটন দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস ও মুমিনুল হক প্র্যাকটিস নেটে আলাদাভাবে ব্যাটিং অনুশীলন করেন।
অনুশীলনের শেষ ভাগে হ্যালসলের অধীনে ফিল্ডিং অনুশীলন করেন মুশফিকুর রহিম। আগামিকাল (৯ জুন) সকাল সাড়ে ৯টা থেকে ফতুল্লায় অনুশীলন করবে বাংলাদেশ দল। দুপুর দেড়টা থেকে একই মাঠে অনুশীলন করবে ভারতীয় ক্রিকেট দল।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০৮ জুন ২০১৫
এসকে/এমআর