ঢাকা: পাকিস্তানের ক্রিকেটারদের আচরণে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোড (পিসিবি)। এমন খবর হরহামেশাই মিডিয়াতে আসে।
পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। গলে ১৭ জুন থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এরপর ১১ জুলাই পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। দু’টি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৩০ জুলাই ও ০১ আগস্ট।
জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে স্কুলের বাচ্চাদের মতো আচরণ করায় ক্ষোভ প্রকাশ করেন ওয়াসিম। ‘অন্য দেশের ক্রিকেটাররা বিভিন্ন দেশে গিয়ে ক্রিকেট সফরটা স্বাধীনভাবে উপভোগ করতে পারে। কিন্তু, পাকিস্তানি ক্রিকেটারদের বেলায় চিত্রটা পুরোই ভিন্ন। এটা খুবই হতাশাজনক। পিসিবিকে অবশ্যই এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে। ’
করাচিতে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা থাকাটা অবশ্যই জরুরি। কিন্তু, অতিরিক্ত চাপ প্রয়োগে কিছু খেলোয়াড় তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এটা দুঃখজনক যে, বর্তমানে ক্রিকেটারদের সঙ্গে পিসিবি স্কুলের বাচ্চাসুলভ আচরণ করছে। এতে করে দলের উঠতি খেলোয়াড়রা পেশাদার ক্রীড়াবিদ হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্থ হচ্ছে। ’
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ১০, ২০১৫
আরএম