ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠ কর্মীদের টেস্ট!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
মাঠ কর্মীদের টেস্ট! ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: টেস্টের চতুর্থ দিনটিও রেহাই পেল না বৃষ্টির প্রকোপ থেকে। রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় যথা সময়ে চতুর্থ দিনের খেলা শুরু হলেও ঘন্টাখানেক ম্যাচ গড়ানোর পর শুরু হয় বৃষ্টি।

১৫ মিনিট পর বৃষ্টি থামলে আবার মাঠে গড়ায় খেলা।

তবে লাঞ্চ বিরতির কিছুক্ষণ আগে শুরু হয় ভারী বর্ষণ। গেল তিনটি দিনের মতো আজও তাই অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের গোটা বিশেক মাঠ কর্মীকে।

আজকের দিনসহ ফতুল্লা টেস্টের চার দিনে খেলোয়াড়দের চেয়ে মাঠকর্মীরাই বেশি সময় কাটিয়েছেন মাঠে! চার দিনে খেলা হয়েছে দু’দল মিলে মাত্র ১৩৩.৪ ওভার (চতুর্থ দিন প্রথম সেশন পর্যন্ত)।

ফতুল্লা টেস্ট চলাকালীন বৃষ্টির আগমন ঘটেছে প্রায় ১৪ বার। ত্রিপল নিয়ে মাঠ ঢাকতে আর উঠাতে নাভিশ্বাস উঠেছে মাঠ কর্মীদের। এর মধ্যে মাঠ কর্মীদের জন্য সবচেয়ে পরিশ্রমের দিন ছিল ম্যাচের দ্বিতীয় দিন (বৃহস্পতিবার)। সারাদিন মাঠ শুকানোর কাজে লেগেও মাঠে গড়ানো যায়নি একটি বলও।

টেস্টের প্রথম দিনে (বুধবার) লাঞ্চ বিরতির পর প্রথম বার বৃষ্টির সূত্রপাত। এরপর  কিছু সময়ের বিরতি। চারদিনে বৃষ্টির কারণে কর্মীদের ত্রিপলে মাঠ আবৃত করতে হয়েছে প্রায় ১৪ বার। সমসংখ্যাকবার ত্রিপল মাঠ থেকে টেনে উঠাতেও হয়েছে।

সেই সঙ্গে মাঠ শুকানোর কাজটি তাদেরকেই করতে হচ্ছে। বৃষ্টির ইঁদুর-বিড়াল খেলা চাপে রেখেছে মাঠকর্মীদের, তবে কিছুটা নির্ভার করেছে বাংলাদেশ দলকে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ১৩ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।