ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বাসই হচ্ছিল না মুস্তাফিজের!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
বিশ্বাসই হচ্ছিল না মুস্তাফিজের! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: টি-টোয়েন্টির চমক হিসেবে পরিচিত বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। গেল পাকিস্তান সিরিজে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক ঘটে ১৯ বছর বয়সী এই তরুণের।

মাত্র ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে মুস্তাফিজের।

টি-টোয়েন্টি অভিষেকেই চোখ ধাঁধানো সুইংয়ে পাকিস্তানি ব্যাটসম্যানদের ভড়কে দেন তিনি। চার ওভারে মাত্র ২০ রান (১৬টি ডট বলসহ) দিয়ে নেন শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের উইকেট। এক ম্যাচেই নির্বাচকদের আস্থা অর্জন করে নিয়েছেন সাতক্ষীরার ছেলে মুস্তাফিজ। এবার ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৪ সদস্যের বাংলাদেশ দলে ঠাঁই পেয়েছেন তিনি।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় ওয়ানডে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর তাতে মাশরাফি-তাসকিন-রুবেলদের সঙ্গী হয়েছেন পেসার মুস্তাফিজও।

স্কোয়াড ঘোষণার পরই মুঠোফোনে কথা হয় মুস্তাফিজের সঙ্গে। ভারতের বিপক্ষে ওয়ানডে দলে থাকার খবর জানানো হলে একটু বিস্মিতই হন এই তরুণ পেসার, ‘কী বলেন? আমি আছি দলে? আমার তো বিশ্বাসই হচ্ছে না!’

ওয়ানডে সিরিজে ব্যক্তিগত লক্ষ্য নিয়ে জানতে চাওয়া হলে স্বরুপে ফেরেন এই বোলার, ‘একাদশে সুযোগ পেলে অবশ্যই ভালো করার চেষ্টা করব। দেশের জন্য নিজের সেরাটা দিতে চাই। ওয়ানডে দলে সুযোগ পাব- এমন আশা তো ছিলই। সবারই কম-বেশি আশা থাকে। সুযোগটা এখন কাজে লাগাতে হবে। ’

ওয়ানডে সিরিজ খেলার জন্য নিজের প্রস্তুতি নিয়ে মুস্তাফিজ বলেন, ‘প্রাথমিক স্কোয়াডে থাকাতে দলের সঙ্গেই এতদিন অনুশীলন করেছি। হাই পারফর‌ম্যান্স টিমের প্রস্তুতি হিসেবে তিনটা টি-টোয়েন্টি ম্যাচ খেললাম। সব মিলিয়ে প্রস্তুতি ভালো।

টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও শক্তিশালী দলের বিপক্ষে সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। বড় দলের বিপক্ষে স্কোয়াডে থাকার অনুভূতিটা অন্যরকম মুস্তাফিজের কাছে, ‘পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকটাকে আমি স্বপ্নের মতোই বলবো। এবার ওয়ানডেতে সামনে পাচ্ছি ভারতকে। বড় দলের বিপক্ষে খেলতে গেলে অনুভূতি অন্যরকম হয়। এটা বলে বোঝানো যাবে না। ’ 

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ১৪ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।