ঢাকা: ভারতীয় ক্রিকেট দলে দলীয়করণ ও নিচু মনোভাবের কারণে নির্বাচক কমিটি ২০১২ সালের পরই মাহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে বিরাট কোহলিকে টেস্ট অধিনায়ক করতে চেয়েছিল। আর এ পরিকল্পনাটি ছিল ততকালীন বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসনের।
এক সাক্ষাতকারে ভেঙ্কেট জানান, সেবার অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল বাজে পারফরম্যান্স করায় কোহলিকে অধিনায়ক করার কথা চিন্তা করা হয়।
ভেঙ্কেট বলেন, ‘২০১১-১২ অজি সফরে যখন আমরা টেস্ট সিরিজে ০-৩এ পিছিয়ে ছিলাম তখন আমাদের দু’জন নির্বাচক সেখানে ছিল। পরে তারা ফিরে আসে আর জানায়, ক্রিকেটারদের মনোভাব ছিল নিচু আর সবাই ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে গেছে। যা ছিল ভারতীয় ক্রিকেটের জন্য খুবই খারাপ। ’
তিনি আরো বলেন, ‘সে সিরিজের পর দেওধার ট্রফিতে কোহলি নর্থ জোনকে দারুণ ভাবে নেতৃত্ব দিয়েছিল। পরে আমরা দলের সেক্রটারী সঞ্জয় জাগদালকে ব্যাপারটি জানাই। তবে বিসিসিআই’র প্রেসিডেন্ট আমাদের জানায় পরবর্তী সিরিজের জন্য ইতোমধ্যে দল ঘোষণা হয়েছে। তাই অধিনায়ক পরিবর্তনের কোন সুযোগ নেই। ’
২০১১-১২ অজি সফরে ভারত চার ম্যাচ টেস্ট সিরিজের সবকটিতে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছিল।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এমএমএস